বৃত্তের বাহিরে...
ক্ষতবিক্ষত হৃদয়ে
ছেড়া মলাটের ছিদ্র দিয়ে
শুধু চেয়ে চেয়ে দেখা..
এই যে আমি ইতিহাস
খুব একটা কি সূখে আছি ?
কিন্তু এভাবে আর কত দিন ?
কতদিন এই তামাটে আবরণ সবকিছুকে আগলে রাখবে !!
মরে মরেও পোড়া মাটির গন্ধ
হিমাংকের নিচে লুকিয়ে থাকবে ?
আমি আতংকিত..
অন্তর দাহে জর্জরিত
অস্তিত্ব সংক্টাপন্নে শংকিত ..
প্রীতিলতা ওয়াদ্দেদারের দেশে
বেগম রোকেয়ার নারী জাগরণ
বনলতা সেনের ঘন কালো কেশে
লাল টুকটুক টিপে সাজানো বৃন্দাবন !


চলন্ত পৃথিবী ছুটছে যখন সৃষ্টির নেশায়
শুধু কিছু ভুখন্ড বিতন্ডা তত্ত্বে উত্তপ্ত
বেচে থাকার মহত্ব যেন হুর পরীর আশায় !!!