শীত সকালের মিষ্টি রোদে
শিশির ভেজা দূর্বা ঘাসে
তুমি এসেছিলে.....
হীরক সজ্জিত ঝিলিক হয়ে
ঘন কুয়াশার চাঁদর পেরিয়ে!


এসেছিলে বর্ষার বাণে
খালে বিলে নৌকাবাইচে
দুরন্ত শৈশবের অর্ধালোঙ্গ স্নানে !


তুমি এসেছিলে  নবান্নে
সোনালী মাটে ধানকাটার ধুমে
কৃষকের মাথাবোজাই নৃত্যানন্দে ।
হৈচৈ হৈ-হুল্লোর লুকোচুরি খেলায়
চানাচুর ভাজা উৎসবের মেলায় !


এসেছিলে ভয়ে কাতর বজ্রবৃষ্টিতে
আকাশ কাঁপানো কালবৈশাখী ঝড়ে
সাত সকালে আম কুড়ানো ভোরে !
বাবার স্নেহ মায়ের আদুরে
রাত্রি নিশীথে রিমজিম বৃষ্টিতে
টিনের চালে ঘুম পাড়ানো গানে ......!!