লাটাই
০৮/০৩/২০২১


ঘুড়ি ..
যতক্ষণ লাঠাই ধরে
ততক্ষন উড়ি
সুতো কাটা গেলে পরে
মগডালে মরি !
এরই মাঝে...
অলৌকিক‘ শব্দটা যখন আসে
অমাবশ্যার রাতেও চন্দ্রিমা হাসে।
তবে ..
বৈটা বিহীন তরী
কূল ছেড়ে অকুলে দেয় পাড়ি,
চালকহীন গাড়ি
নিথর দেহের অধিকারী
এক পরিত্যাক্ত বাড়ি !
ঘুড়ি...
সুচিন্তা মননে উৎকৃষ্ট সর্বাংশ
দুষ্ট বিলাসে বহুলাংশে নির্বংশ
প্রজাপতির রঙে সৃষ্ট আল্পনা
জাগতিক সৃষ্টির স্বচ্ছ কল্পনা ।
এ জগতে যত মহান
সুউচ্চ বিশাল ভূরি,
সবারই পিছনে ছিল
নিঃস্বার্থ পরশ্রমী লাটাই
কারো কঠিন ত্যাগ
এক শক্ত কঠিন উর্বর নাড়ি !