আজ বছরের শেষ অপরাহ্নে
গেল বসন্তের অনেক দিন পরে..
হীম শীতল বাতাসের ভারে
পাতা ঝড়া গাছের শিতার্ত অবলোকন দেখে
খুব জানতে ইচ্ছে করে ..!


হে কৈশোর- তারুন্য, হে যৌবন
মাধুর্যে ভরা প্রাচুর্যে
সজীব সতেজে প্রাণের স্পন্দন
ঐশ্বরিক প্রবন্ধে শ্রেষ্টত্বৈর বর্ণন !


এখন ও কি রাত জাগে
নিশিরাতের সখে
প্রলয়ের চরিতার্থ উম্মাদনা নিয়ে ?
এখনও কি ঘুম ভাঙ্গে
বয়সন্ধির ঝড়ে
পঙ্খীরাজ ঘোড়ায় চড়ে
কোন এক কাঁক ডাকা ভোরে ?


এখনো কি দখিনা হাওয়ার ছলে
নবপরিণীতার টলমল পদভারে
চুলে ঢাকা চোখের পাপড়ির ফাঁকে
ঘুনঘুনানী মন গান গেয়ে  দোলে ?


এখনও কি যৌবন ঘুমিয়ে থাকে ঘোরে
সোনা রাঙা দিনে রাত্রির আলস্য আবরণে
স্বপ্নে জাগা ভোরে মরীচিকা আহরণে ?


অন্ধ ভালবালা দেশপ্রেমের টানে
ভ্রাতৃত্বের ভক্তি  নেতৃত্বের মোহে
দ্রোহ আগ্নেয়গিরির লাভা নির্গমনে
মশালে কাষনে উত্তাল মিছিলে
নতুন পৃথিবী সৃষ্টির জাগরণে !


এখনও কি
নির্ঘোম স্রোতে ডুবে ভূয়া মুরীদানে
সাধু মনে করে খাদক দস্যুর ধ্যানে
জীবনের অমূল্য সময় বিসর্জনে ?


নিতান্ত ঘরছাড়া বালিহাঁসের কুড়ে
বেহুলার সুর কাঁদে মাতৃত্বের ডোরে!!
এখনও কি ............................?



কালের বিবর্তনে
পৃথিবীতে যৌবন আসে যৌবন  যায়
বেসামাল বসন্ত শেষে শীতও ফুরায়
কিন্তু জীবন একটাই
তাই শেষ বিকেলে আগামীর প্রত্যাশা
পথ হারিয়ে যেন ভূল পথে গতিপথ না বদলায় !
মায়ায় ভালবাসায় আশ্বস্ত
সময়ের সঠিক পরিচর্যায়
জীবনের প্রতিটা দিনই হোক বসন্ত !!!