ঘুমন্ত এ শহরে
ঘুমের থৈ থৈ সাগরে
জেগে থাকা এক নিশাচর !!
মরুর তপ্ত বাতাসে
সুক্ষ ধুলিকনার মেঘে
উপড়ে পরা বালুঝড়ে
দূরন্ত এক যাযাবর !!
জীবন বাজি রেখে খুজে মরুদ্যান
পদ্মা পাড়ে.....
ধসে যাওয়া বসত ভিটার শেষ চিহ্ন দেখে
বুকে আশা বাঁধে
আবার জেগে উঠবে নতুন চর ..!
কালের চক্রে
নির্বাক নির্বোধের যুগে
কবির কথায়...
‘হীরা ফেলে কাঁচ তূলে‘
সবাই ভূলে গেছে তাঁরে...!!
তাইতো আজ এত হাহাকার !!
কখনও তরি ডুবে
কখনও গনহারে তরতাজা জীবন পুড়ে
বায়োক্সোপের রিল ভরা আর্তচিৎকারে...!
প্রমোদতরীকে শ্মসান বানিয়ে..
রাজনীতিকে ব্যবসা বানিয়ে লুটে পুটে খায়
আর সেই দূর্দিনের অদম্য যাযাবর
সুসময়ে সুযোগ সন্ধানীদের ষড়যন্ত্রে পড়ে
উদোর পিন্ডি বুদোর ঘাড়ে
ভাগ্যের নির্মম পরিহাসে
এক নিভৃতচারী অভিমানী নিশাচর !!