প্রতিবিম্ব !
১১/০৮/২১


আমি রৌদ্র প্রতিবিম্ব
চন্দ্র সুরুজের ছায়াতলে
নিশ্চিদ্র নিরব নিস্তব্ধ !
ক্ষুধার দর্পনে খোদাকে খুজি
ভগ্নহৃদয়ে আত্মসমর্পণে ভজি !
উৎকৃষ্ট সাধনে পূজা অর্পন
শীত সকালে শুভ্র পরশী
উষ্ম ভাঁজে করা আলিঙ্গন !
আমি অন্ধকারে আলোকচ্ছটা
হিম শিতল মনে জোয়ার ভাটা !
পুন্য প্রণয় আত্মচিত্তে হন্য
একটু পরশ একটু ছোয়াতে ধন্য !
প্রেম পুজারী ভালবাসায় মগ্ন
যতক্ষন না পরিবেশ হয় রুগ্ন !
যতক্ষন না সমাজ হয় অস্তির
শুস্ক বাতাসে নি:শাস স্তবির !
আমি নিস্তব্ধ!!
কিন্তু উলট্ পালটে ক্ষুদ্ধ
এক রৌদ্র প্রতিবিম্ব !!
তখন বাধ ভাঙ্গে কলঙ্ক দাগে
দাউ দাউ করা অসহ্য রাগে !
এক নিমিষেই নিম্নচাপে সাইক্লোন
আগ্নেয়গিরির উদগীরিত লাভা
দাবদাহে জ্বলে ভূলন্টিত খুন !!!


আমি রৌদ্র প্রতিবিম্ব !!