এত এত আন্তরিক ক্ষুদে বার্তা
ভালবাসা মিশ্রিত শুভেচ্ছা গাথা
ঘরনীর আলাদা ভোজন আয়োজনে
নিজ সন্তানদের
মধু মাখা চিরকুট উপস্থানে
অতিরিক্ত খেয়ে দেয়ে ঘুমের ঘোরে
স্বপ্ন দেখছিলাম নিজেকে সেলিব্রেটিদের ভীড়ে।
আমি সিক্স প্যাক ওয়ালা সালমান খাঁন
মহাপরাক্রমশালী সম্রাট ম্যাজিক সোলাইমান !!
আহা .....কি.....মজা !!
কিন্তু ঘড়ির এলার্মটা দিল বারোটা বাজিয়ে !!
হলিউড বলিউড ঘুরে নিজেকে ফিরে পাই আপনে গৃহে..
প্রকান্ড মেদ ভূড়িতে হাত বুলিয়ে
টাকওোয়ালা মাথা কাঁদছে চুলের বিরহে !!

এ পৃথিবীর শত কোটি মানুষের ভীড়ে
আমারও স্বাদ জাগে পাপারাজ্জিারা ঘোরে....
পিছে পিছে ছুটে চলা কাছে আসার ফন্দি
একটু সুযোগ পেলেই ক্যামেরাবন্দি !!
কিন্তু স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায়  
এদিকে জীবনটও তাড়াতাড়ি চলে যায়!
যা কিছু ছিল অতীতে সুখে দুঃখের স্মৃতি
মনে হয় এইত...সেদিন
হাস্য রসে ভরা জীবন যৌবনের তিথি।
বয়োজৈষ্টরা বলেন ..
‘যায় দিন আর আসে না ‘
এ জনমে ফেলে আস দিনগুলো
আর ফিরে পাওয়া যায় না !
প্রতিবছর মানুষের জীবনে একটা বিশেষ দিন আসে..
স্বল্প বা বৃহৎ পরিসরে
একটু করে হলেও
নিজৈকে বিখ্যাত করার অভিলাষে !


কিন্তু সব রকম দিনের পরেও
আরেকটা  দিন আছে
যে দিনের পরে আর কোন দিন আসে না ....!
সুখ দুঃখ বিরহ বেদনা
জীবনটাই পুরো এক রঙ্গমন্চ
কার কখন ডাক আসে কেউ জানে না !
জাগতিক সবকিছুকে ফেলে দিয়ে  পিছে
একদিন  সবাইকে চলে যেতে হবে অবশেষে !!
যদি বেঁচে থকি দেখা হবে প্রায়ই
সোশ্যাল মিডিয়ায়
অথবা বাস্তবে কোন এক সন্ধায়
বাউলের সুরে গানর মেলায়
গল্পে সল্পে চুমুকে চায়ের আড্ডায় !!