দাবদাহ
নজরুল ইসলাম আসলমী

কাঠফাঁটা দাবদাহে
অতিষ্ঠজন,
অস্থির লোকালয়
মানুষের মন।

পানি ছাড়া মাঠঘাট
ফেটে চৌচির,
ঘর ছেড়ে গাছতলে
জনতার ভীড়।

হাঁপাচ্ছে গরু ভেড়া
পায় না যে বল,
পথ ভুলে হাকালুকি
মরু উট-দল।

সাহারার ডাক শোনে
বাঙলার লোক,
আটলাস বেয়ে নামে
বিষাদের শ্লোক।

চারিদিকে হায় হায়
আহাজারি কত,
মেঘমালা আয় নেমে
মুছে দাও ক্ষত।

Swansea UK