পাতা ঝরে ফুল ফোটে গান গায় পাখি
রূপে রূপে অপরূপা জুড়ায় দু'আঁখি।
গাব কুসুম পলাশ
পালাম শিমুল,
ফাগুনেও মণিমালা
ফোটে পাখিফুল।
কিষাণের ঠোঁটে হাসি ক্ষেতে ধানশীষ
শালিক দোয়েল শ্যামা গান করে ইস!


তা-ধিন তা-ধিন বাজে গাঁ সঞ্চবপুর
কিষাণ বধূর পায়ে বাজে ধানসুর।
সকালে বাগান ভরা
মৌমাছি দলে,
জোনাকিরা মিটিমিটি
রাত হলে জ্বলে।
সারিসারি শিরখাড়া নারিকেল গাছে
ঐপাড়ে চাঁদ হাসে মামাবাড়ি পাছে।


মৌলভীর সুমধুর কোরআন পড়া
আসমানী সওগাতে মোহময়ী ধরা।
“হাইয়া আলাস সালা"
নামাজের আহ্বান,
মুসল্লিরা মাসজিদে
গায় প্রেমগান।
গাছে গাছে সবুজের হাতছানি ঠিক
আমের মুকুল শোভা, লোভা দশদিক।


দুইধারে রক্তচূড়া পথ করে লাল
পুলকিত পথিকের পদে পায় তাল।
সূর্যিমামা নীলাম্বরে
সারাদিন বেলা
ভবানীর বুকে তার
মনোরম খেলা।
দুইমাসে এক ঋতু মনোলোভা বেশ
নৈসর্গিক সৌন্দর্যের নাম বাংলাদেশ।


Swansea UK