ধপ করে আগুনের ফুল্কি মাথায় ধরে রেখে,
আপাদমস্তক উম্মাদনার স্রোতে এ কোন বেজন্মার দল?
আমাকে টেনে নিয়ে যায়। গভীরের গভীরে।।
নিস্প্রান দেহে প্রানের জোয়ারের মূর্ছনায়ে,
কেন জলে পুড়ে যাই।। তবে কি তোদের মায়া নেই?
আমার কেশরাজি মাড়িয়ে, তালু ছিদ্র করে, গলা টিপে ধরে,
কষ্ট উড়াস আমার বক্ষে? আগুনের কামড়ে?
ভালইবাসবি যদি কেন আমারে পোড়াস,
ঘেন্না আসে যদি তবে কেন হাত লাগাস?
আমার নেশাভরা নাভিমুলে তোর মৃত্যু,
তবে কেন আমাকে জীবন দিয়ে নিজেই মরিস?
তবে ক্ষান্ত দে। আর নিচে নামিস না, ওরা বলে,
আমার নিম্নাঙ্গে আঠারো বছরের যুবতীর স্বাদ,
কি স্বাদ পেলি তুই? নাকি স্বাদেরও কষ্ট আজ,
বৃত্তের ধুয়াতে মাড়াস।
জানি তোদের কষ্ট আমি,
তোরা আমার কথা ভুলতে পারিস।
গনধর্ষণেও হয় না শান্তি,
শেষে আমায় পাড়িয়ে মারিস।
তবে কষ্ট তোদের আজন্ম পাওয়া,
আমার কষ্ট আজ নাই বা বুঝিস।।