কবিতারা ঘুমিয়ে আছে,
রঙ মাখানো সুখের দেয়ালে,
অন্দরে অই কষ্ট নামের ইটের ভাঁজে,
শান দিয়ে না হয় রঙ উঠালাম !
কলমের খোঁচাতে না হয় আরেকবার জাগালাম !
ভাবের ভাবনাতে না হয় আরেকবার হারালাম !
নতুন আস্তরে না হয় ইট গোছালাম,
তবু কাজের কাজে কিবা হবে সকাল সাঁঝে ?
দিন ফুরাবে, রঙ ফুরাবে, ইটগুলো সেই রয়েই যাবে।।
তাইতো ঘুম পাড়ানীর গান শুনিয়ে- সেই কবে ঘুম পাড়িয়েছি-
নতুন রঙ মেখে নতুন নাম দিয়েছি;
কবিতা শুধুই মিছেমিছি,
খাতা কলমের অপচয় আর রাগ বিরাগের খোঁচাখুঁচি,
ঘুমিয়ে আছে- ঘুমিয়ে থাকুক,
কষ্ট নিয়ে নাইবা জাগুক।
সুখ বাক্সে কবিতা মুড়িয়ে- জন্মদাতা আজ বেঁচে থাকুক।।