কাউর্য়াড! কাউর্য়াড!
একটি কাক সারাদিন আমাকে তাড়া করে ফেরে
ঘর থেকে বেরলেই এই ডাক কানে আসে
আস্তে করে ফিরে আসি নিজের আস্তানায়
ভাবতে থাকি আমি কি সত্যিই কাউয়ার্ড!
কোনদিন স্ত্রীর হেসেল খানায় ঢুকে জানতে চাইনি
তোমার সব ঠিক আছে কিনা, কিছু লাগবে কিনা ?
ছেলেটার প্যান্ট, জুতা, গেঞ্জী মলিন দেখেও বলতে পারিনি
ওগুলো কিনে দেব কিনা আপেক্ষায় থেকেছি স্ত্রীর বলার
ছোট্ট মোয়টা লজেন্চ পেয়ে যখন জড়িয়ে ধরে বলে “লক্ষি আব্বু”
স্ত্রীর কঠিন দৃষ্টি তখন এড়াতে পারিনা,ইশ্ ঢং কত!!
দুই পয়সার মুরোদ নেই, যাও বাজারে যাও,
আমি পিছনে ফিরে দেখি কেও আছে কিনা
না কেউ নেই শুধু সেই ডাকটি কানে বাজে
কাউয়ার্ড! কাউয়ার্ড !