দরিয়ায় ঘোর তুফান, পার কর নাইয়া,
রজনী আঁধার ঘোর, মেঘ আসে ছাইয়া॥


যাত্রী গুণাহগার, জীর্ণ তরণী,
অসীম পাথারে কাঁদি পথ হারাইয়া॥


হে চির কান্ডারী, পাপে তাপে বোঝাই তরী;
তুমি না করিলে পার, পার হব কেমন করি'।
সুখ-দিনে ভুলে' থাকি, বিপদে তোমারি স্মরি,
ডুবাবে কি তব নাম আমারে ডুবাইয়া॥


মা'র কাছে মার খেয়ে শিশু যেমন মাকে ডাকে,
যত দাও দুখ শোক, ততই ডাকি তোমাকে।
জানি শুধু তুমি আছ, আসিবে আমার ডাকে,
তোমারি এ তরী প্রভু, তুমি চল বাইয়া॥


                                    [জুলফিকার]