২১.


করব এতই শিরাজী পান পাত্র এবং পরান ভোর
তীব্র মিঠে খোশবো তাহার উঠবে আমার ছাপিয়ে গোর ।
থমকে যাবে চলতে পথিক আমার গোরের পাশ দিয়ে,
ঝিমিয়ে শেষে পড়বে নেশায় মাতাল-করা গন্ধে ওর ।


২২.


দেখতে পাবে যেথায় তুমি গোলাপ লালা ফুলের ভিড়,
জেনো, সেথায় ঝরেছিল কোনো শাহানশার রুধির ।
নার্গিস আর গুল-বনোসার দেখবে যেথায় সুনীল দল,
ঘুমিয়ে আছে সেথায়__গালে তিল ছিল যে সুন্দরীর ।


২৩.


নিদ্রা যেতে হবে গোরে অনন্তকাল, মদ পিও ।
থাকবে না কো সাথী সেথায় বন্ধু প্রিয় আত্মীয় ।
আবার বলতে আসব না ভাই, বলছি যা তা রাখ্ শুনে_
ঝরেছে যে ফুলের মুকুল, ফুটতে পারে আর কি ও ?


২৪.


বিদায় নিয়ে আগে যারা গেছে চলে, হে সাকি !
চির ঘুমে ঘুমায় তারা মাটির তলে, হে সাকি !
শারাব আনো আসল সত্য আমার কাছে যাও শুনে,
তাদের যত তথ্য গেল হাওয়ায় গলে, হে সাকি !


২৫.


তুমি আমি জন্মিনি কো__যখন শুধু বিরামহীন
নিশীথিনীর গলা ধরে ফিরতো হেথায় উজল দিন, __
বন্ধু, ধীরে চরণ ফেলো! কাজল-আঁখি সুন্দরীর
আঁখির তারা আছে হেথায় হয়ত ধূলির অঙ্কলীন!


(কাব্যগ্রন্থঃ রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম, ফেব্রুয়ারী ২০১০, প্রকাশকঃ বিশ্ব সাহিত্য )