৬১.


এক সোরাহি সুরা দিও, একটু রুটির ছিলকে আর,
প্রিয় সাকি, তাহার সাথে একখানি বই কবিতার,
জীর্ণ আমার জীবন জুড়ে রইবে প্রিয়া আমার সাথ,
এই যদি পাই চাইব না কো তখত আমি শাহানশার।


৬২.


হুরী বলে থাকলে কিছু-- একটি হুরী মদ খানিক
ঘাস-বিছানো ঝর্ণাতীরে, অল্প-বয়েস বৈতালিক--
এই যদি পাস্, স্বর্গ নামক পুরনো সেই নরকটায়
চাসনে যেতে, স্বর্গ ইহাই, স্বর্গ যদি থাকেই ঠিক ।


৬৩.


যতক্ষণ এ হাতের কাছে আছে অঢেল লাল শারাব
গেঁহুর রুটি, গরম কোর্মা, কালিয়া আর শিক কাবাব,
আর লাল-রুখ, প্রিয়া আমার কুটির-শয়ন-সঙ্গিনী,--
কোথায় লাগে শাহানশাহের দৌলৎ ঐ বে-হিসাব ।


৬৪.


দোষ দিও না মদ্যপায়ীর তোমরা, যারা খাও না মদ;
ভালো করার থাকলে কিছু, মদ খাওয়া মোর হত রদ্ ।
মদ না পিয়েও, হি নীতিবিদ্, তোমরা যে-সব কর পাপ,
তাহার কাছে আমরাও শিশু, হই না যতই মাতাল-বদ্ ।


৬৫.


খুশি-মাখা পেয়ালাতে ঐ গোলাপ-রক্ত মদ-মধুর!
মধুরতর পাখির গীতি, বেণুর ধ্বনি, বীণার সুর ।
কিন্তু ঐ যে ধর্মগোঁড়া-- বুঝল না যে মদের স্বাদ,
মধুরতম-- রয় সে যখন অন্তত পাঁচ যোজন দূর !


(কাব্যগ্রন্থঃ রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম, ফেব্রুয়ারী ২০১০, প্রকাশকঃ বিশ্ব সাহিত্য )