যুগের সাথে তাল মিলিয়ে চল,
যুগধর্ম অনুসারে হবে যত কর্ম।  
দিন যত যাবে মুছে যাবে লজ্জা,  
ধুলিশয্যা, মাটিশয্যা, ফুলশয্যা,
সবশয্যা জুড়ে থাক তব অনুভূতি।


হোক না তবে অনুভুতির অদলবদল,  
যতবার খুশি মালাবদলের রদবদল।  
আর কত সুখ চাইগো তোমার?
ভালো লাগার ইচ্ছেটুকু থেকে  
ভালোবাসতে পার, যাকে খুশি।
ঠিক যেমন এক বিন্দু পানি,  
আরেক বিন্দু পানি মিশে যায়,
অমনি ভাবে অনুভূতিগুলোর
সমসত্ব মিশ্রণ তৈরী কইরো,  
যারতার সাথে যখন যে ভাবে।


আর ভালোবাসতে বলবো না।
ঘৃণা করতে ইচ্ছে হলে প্রাণ খুলে
ঘৃণা কইরো আমকে।
এমন ঘৃণা, যেন তোমার চোখে
আমি কোনো এক জংলী হায়না।
যেন আর কখনো মানুষ বলিয়া,
ভালোবাসার দাবি নিয়ে রইবে না বায়না।


যাইহোক ভালোবাসতে নাই বা শিখলে,
সবাই সত্যিকারের ভালোবাসতে পারে না।
ভালোবাসা গেছে বুঝি অশ্রুজলে ভেসে?