অনেক বছর ধরে একা থাকছি এই শহরে।
হারানো স্মৃতি রোজ রাতে ঘুমের দুয়ারে
জোয়ার বয়ে আনে তীব্র যন্ত্রণার,
বেঁচে থাকা জীবন্ত লাশে।


স্মৃতিগুলোর প্রকাণ্ড ঊর্মিতে
হৃদয়ের কূল ভেসে যায় অথচ বেঁচে থাকতে হবে!
তবুও বেঁচে আছি,  
তোমাকে ঘিরে থাকা মৃত অনুভুতিগুলো নিয়ে।
বেদের মতই জীবন কাটছে।
এত জল চোখের সামনে, তবুও নোনাজলে অশ্রু ভিজে;
পুরোনো ভালোবাসায় দুচোখ স্বপ্ন খোঁজে।
একই পথ দিয়ে এতবার আসা যাওয়া কত মানুষের! ,
অতি তৃষ্ণায় আদর করে কই দেয়না তো কেউ জল!


এত স্মৃতির গ্লানি বয়ে
বেদনার সাথে করেছি মিতালি
সঙ্গী আমরা দুজনা।
তবুও বেঁচে আছি এই খুব চেনা শহরে  
তীব্র শীতে মাঘের রাতে।  
নাই বা পেলাম ভালোবাসার উষ্ণতা চাদর!
পথিকের ছুঁড়ে ফেলা সিগারেটের ফিল্টারের
অবশিষ্ট আগুনে খুঁজে পাক জীবন এইটুকু উষ্ণতা।
  
তুমিহীনা আর কতদিন বেঁচে থাকা যায় এই শহরে?
শেষটা না দেখে হার মেনে যাবে?
এমনই ছিল জিজ্ঞাসা, আর নহে নিরাশা।
তাই আজ লিখছি শেষ প্রশ্নোত্তর,
বাতাসে মিশে পাখি হয়ে যাবে দূর আকাশে  
বলবে তোমার কানে কানে,
যদি ইচ্ছে হয় আমাকেও নিও তোমার সঙ্গী করে।