১৬ই ডিসেম্বর
-----------------------
------নজরুল ইসলাম খান


১৬ই  ডিসেম্বর ,
খুশিতে অন্তর ,
চেয়ে চেয়ে দ্যাখে,
পেয়েছে যাকে ।
নয়মাসের সংগ্রাম ,
বৃথা হয়নি পরিনাম ।
তেইশ বছরের কালো অধ্যায়,
মুক্তির আলোতে ছেয়ে যায়।
পরাধীনতার খোলস ভেঙে এ বিজয় ,
চড়া দামে কেনা নিশ্চয় ।
লালসবুজের পতাকা ,
ওড়ে বতাসে আচমকা ।
সবকিছু আসে অধিকারে ,
এতদিন পায়নি যারে ।
অনাগত  ভবিষ্যত ,
খুঁজে পায় আলোর পথ ।
সব হারানোর ব্যাথা ,
ভুলে যায় আনন্দে যথা ।
চিরকাল এমনিভাবে ,
সাহসী প্রেরণা যোগাবে ,
বাঙালির ন্যায়সংগ্রামের ইতিহাস ,
আমাদের  হৃদয়ে বারোমাস ।


১৬/১২/২০২২