আ-হা-রে  ভালবাসা !
------------------------------
-----------নজরুল ইসলাম খান


অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকি ।
সেবা শুশ্রূষা করে মায়ের সাথে ,
ছোট মেয়েটিও হাতে হাতে ,
যেন দ্রুত সুস্থ হয়ে খুলি আঁখি ।
ঘরের মধ্যে আলো আঁধার ,
বাহিরে রোদ খেলে চমৎকার ।
মেয়েটি তাগিদ দেয় বারবার ,
যেন  রোদে গিয়ে একটু বসি ।
আমি বলি , প্রয়োজন কী তার?
ছোট মনের ধারনা ,
রোদে উপসম হবে অসুস্থতার  ।
সুস্থ না হলে শশুর বাড়ি থেকে
আসছেনা বোনটি আবার ;
সাথে  ভাগ্নে- ভাগ্নীও ভালবাসার ।
এ এমন রোগ ,
যত আপনই হোক ,
সবাই শুধু দূর থেকে সমবেদনা জানায় ;
কাছে আসেনা আর।
আ-হা-রে ভালবাসা মানব মনের !
কত সাধনার !
আতঙ্কের  কাছে পরাজয় যার ।


(করোনা কালীন লেখা)


২৭/০/২০২২