আজ তুমি  থাকলে রাসেল
------------------------------------
--নজরুল ইসলাম খান


আজ তুমি থাকলে রাসেল!
শৈশব -কৈশোর- যৌবন পেরিয়ে
ঊনষাট বছরের এক পরিনত মানুষে উপনিত হতে ।
তোমার জীবনে চড়াই-উৎরাই থাকত,
সংসার হত, ঘর হত, ঘরণি হত।
সন্তান সন্ততিও  হয়তো হতো ।
কিন্ত ঘাতকেরা তোমায় পরিপূর্ণ  হতে দিল না ।


যে চারা গাছটি একসময়ে মহীরুহ হতে পারত ,
ফুল- ফল -ছায়া দান করতো,
ক্লান্ত পথিক তার আশ্রয়ে সজীব  হতো,
তাকে চারা অবস্থায়ই উপড়ে ফেলে দিল পাষণ্ডরা।


তুমি চিরকাল শিশুই রয়ে গেলে।
তোমাকে বড় হতে দিল না পাপিষ্ঠরা।
পরবর্তী প্রজন্মের কাছে তুমি স্বপ্ন হয়ে থাকলে,
তোমাকে আর কারো  ছুঁয়ে দেখা হলো না ।


১৮/১০/২০২৩
টুটপাড়া , খুলনা