আবার যদি  ফিরে পেতাম
------------------------------------
---------নজরুল ইসলাম খান


আবার যদি ফিরে পেতাম বয়সটা সেই কুড়ি ।
সবকিছু উড়িয়ে দিতাম  হাতে মেরে  তুড়ি ।
এতদিনে পারিনি যা বয়সের এই ভারে ।
এক মূহুর্তে নিয়ে আসতাম হাতের মুঠোয় তারে ।
পূরণ হয়নি এই জীবনের রঙিন স্বপ্ন যত ।
স্বপ্ন ডানায় এঁকে নিতাম প্রজাপতির মত ।
সুখ মনিকে  নিয়ে গেছে দূর আকাশের চিল ।
চিলকে এবার বধ করতাম ঘুরে বিল ঝিল ।
জীবনটাকে গড়ে নিতাম আবার নতুন করে ।
সংগে থাকত  সুখ মনি সারাজীবন ধরে।
কাছে আসতো তারা,  যারা  দূরে গেছে সরে ।
যারা এখন আগে আমার,  তারা থাকত পরে ।
যেসব কাজে সারাজীবন ছিল আমার ভুল ।
ভুল শুধরে জীবন হতো যেন রঙিন ফুল।


১২/০৭/২০২২