আবার  মন চায়
---------------------------------
-------নজরুল ইসলাম খান


মেলায় ঘুরে ঘুরে আবার একটি লাঠি চকলেট চুষতে মন চায়।
আবার মন চায় মায়ের কলসির চাল দিয়ে ফেরিওয়ালার কাছ থেকে  পাপড় ভাজা খেতে।
বাবার কাছ থেকে দু'টাকা নিয়ে মামার সাথে ফের
দূরে জমজমাট  নৌকা বাইচ দেখতে মন চায়।
স্কুল থেকে ফিরেই বই খাতা রেখে ঘোলা জলে
আবার সাতার কাটতে মন চায় বন্ধুদের সাথে ।
পাশের বাড়ির সেই অবুঝ টুনিকে লাটাই ভাঙার অপরাধে আবার গালে একটা চড় দিতে মন চায় ।
আবার মন চায় আত্মীয়ের বিয়েতে পাঁচ মাইল হেটে
বর যাত্রী হয়ে গেটে ইংরেজি বলার প্রতিযোগিতা দেখতে।
পয়সার অভাবে থার্ড ক্লাস সিটে বসে আবার দেখতে
মন চায় বারবার দেখা সেই সিনেমা গুলো ।
কলেজের সহপাঠী রুনাকে বলতে মন চায় চিঠিটা পড়ে নিও।
ভার্সিটির শেষ পরীক্ষাটা দিয়ে সব ঝেড়েঝুড়ে ফেলে হালকা হতে মন চায় ।
অন্যদের কী মন চায় আমি  জানি না ।
কিন্তু, এতদিন পরেও পুরনো স্মৃতি গুলো আমার পুরনো সিনেমার মত বারবার দেখতে মন চায়।


০৩/০৮/২০২২