অবহেলিত
-----------------
------------নজরুল  ইসলাম খান


কেটে গেলে রাতের আঁধার ,
সকালের সূর্য আলো দেয় চমৎকার ।
ভুলে যায় রাতটাকে বেমালুম ,
চাঁদও গুরুত্ব হারিয়ে ফেলে যেন তার ।
প্রয়োজন থাকেনা মোমবাতি,দিয়াশলাই,
বৈদ্যুতিক বাল্বসহ অত্যাবশকীয় সামগ্রী গুলোও আর ।
সব কিছুকে কেমন বাড়তি বোঝা মনে হয় সবার ।
সূর্যকে তখন, মনে হয় সবচেয়ে বেশী আপনার ।
সুখের দিনে দুঃখের সাথীদেরও দেখতে চায়না বারবার ।
মনে হয় কেন এদের আর দরকার ?
আরও ভালো বন্ধু খোঁজে,
যাতে পাওয়া যায় সবচেয়ে বেশী উপকার ।
নির্মলতা  ভুলে  মন চায় আরও বেশী চটকদার।
এক সময় দিনের আলো নিভে যায় ,
সূর্য ও হারিয়ে যায় চোখের সন্মুখে ;
ঘনিয়ে আসে বিষন্ন অন্ধকার ।
অবহেলিত জিনিস গুলোকেই তখন ,
বেশী প্রয়োজন মনে হয় আর একবার ।
সুখের পরে দুঃখ আসে যদি কখনও ,
বসন্তের কোকিলদেরও সময় হয় চলে  যাবার ।
দুঃসময়ের বন্ধুদেরই খোঁজে সবাই পুনর্বার ।


৩১/০১/২০২২