অবক্ষয়
---------------------
---নজরুল ইসলাম খান


তারা কবিতা পড়ে না,
কবিতা বুঝার অনুভূতি তাদের নেই ।
তারা গল্প পড়েনা,  উপন্যাস পড়ে না,
গল্প - উপন্যাস পড়ার ধৈর্য তাদের নেই ।
তারা ভালো গান শোনে না
ভালো গান শোনার মনও তাদের নেই ।
তারা জোছনা দেখে না,
ফুলের ঘ্রাণ শোঁকে না,
নদীতে সাঁতার কাটে না ,
সবুজ ঘাসের উপর পা ফেলে হাটে না।
তারা প্রতিষ্ঠিত হতে চায় টাকায়,
তারা প্রতিষ্ঠিত হতে চায় ক্ষমতায়।
তা যখন তারা না পায়,
তারা সময় কাটায় বদ্ব ঘরে ।
চোখ রেখে মোবাইলে ,
তারা ক্ষয়ে যায় অন্ধকারে
সর্বগ্রাসী  মরণ নেশায় ।
তারা আজ এ কোন পেশায়?


২৮/০১/২০২৩