অচিনপুর
---------------
--------নজরুল ইসলাম খান


মৃত্যুর পরে এ জগতে
নিজের কিছু আর থাকে না ।
সব হয়ে যায় বেদখল ,
হারাতে হয় মালিকানা ।
এ পারে  শেষ হয় তরী বাওয়া ,
পাড়ি দিতে হয় শেষ খেওয়া ।
ও পারে শুরু হয় নতুন আয়োজন ,
অচিনপুরের পথিক হওয়া ।
চোখের জলে হয় বিদায় ,
অজানা কোন ঠিকানায় ।
এ জনমে আর হয় না যোগাযোগ ,
কেমন আছে কে কোথায় ।
দুদিন পরে ভুলে যায় সবাই ,
মুছে যায় সব চিহ্ন  ।
অচিন পুরের  সাথী হয়না কেউ ,
আপন কর্ম ভিন্ন ।


২১/০৫/২০২২