অজ্ঞতা
----------------
-----নজরুল ইসলাম খান


যা তা নিয়ে আমি লিখি কবিতা ,
হলো কি হলো না, ভাবি না তা।
নিজেকে মনে করি কিছু একটা ,
নিশ্চয় এ আমার মুর্খতা ।


অজ্ঞতায় হীরা ভেবে কাঁচ করি জড় ,
নিজেকে মনে করি ধনী অনেক বড় ।
হীরা গুলো মাড়িয়ে যাই হয়ে জড়সড়,
এ কেমন বুদ্ধি আমার নিন্মতর?


এই নিয়ে চারিদিকে করি প্রচার ,
ন্যায্য প্রাপ্য আমার দাও এবার ।
দিয়েছি আমার যা ছিল দেবার ।
এখন সময় শুধু বুঝে নেবার ।


১২/০৯/২০২২