আহবান
------------
--------নজরুল ইসলাম খান


দূর থেকে ভেসে আসে আজানের ধ্বনি,
জীবনে কল্যাণের আহবান শুনি ।
স্রষ্টা বড়, তিনি  সবারই বড়,
শুধু মাত্র তারই প্রার্থনা  কর ।
এমন ডাকে মন নাচে আবেগে ,
হৃদয়ে মিলনের অনুভব জাগে ।
অন্তরে প্রিয়জনের পাই যেন সাড়া ,
আলোর পথ দেখি আমি পথহারা ।
সব কাজ ফেলে হই প্রার্থনায় রত,
ঘুচে যায়  হৃদয়ের জঞ্জাল যত।
বিরহী মন হয় সুখে আপ্লূত,
জীবনের উদ্দেশ্য পেয়ে যাই দ্রুত ।
তিনি ছাড়া নেই কেউ জগত পতি ,
বিশ্বাস রাখি শুধু তারই প্রতি  ।
জীবনের আগে পরে তিনিই সাথী
হতাশায় স্বান্তনা , আধাঁরে বাতি ।
জাগতিক প্রয়োজন দূরে সরে যায়,
মন শুধু স্রষ্টারই  মহিমা গায়।
০৭/০১/২০২২