অহংকার মানুষের পতন ঘটায়
------------------------------------------
---------নজরুল ইসলাম খান


সুচিন্তা মানুষকে অশেষ করে,
দুশ্চিন্তা মানুষকে নিঃশেষ করে ।
আশা মানুষকে বাচিয়ে রাখে,
হতাশা মানুষের মৃত্যু লেখে।
সততা মানুষকে সাহসী করে,
শঠতা মানুষকে কাপুরষ করে ।
বিশ্বাস মানুষকে নিশ্চিন্ত করে,
অবিশ্বাস মানুষকে উদ্বিগ্ন করে ।
দান মানুষকে প্রসারিত করে,
গ্রহণ মানুষকে সংকুচিত করে ।
আত্মত্যাগ মানুষ কে অমর করে,
জিঘাংসা মানুষকে ঘৃণিত করে ।
লোভ মানুষকে পাপী করে,
পাপ মানুষকে হনন করে।
ক্ষমতা মানুষের অহংকার বাড়ায়,
অহংকার মানুষের পতন ঘটায় ।
০৫/০১/২০২২