আজব যুগ
---------------
--নজরুল ইসলাম খান


আজব এক যুগ এসেছে,
অতীত কালে  বিরল।
বর্ষাকালে  বর্ষণ হয় না,
শরতে হয় প্রবল ।
হেমন্তে নেই নবান্ন সেই ,
শীতকালে নেই  শীত ।
বসন্তে আর ফুল ফোটে  না,
হৃদয় গায় না গীত ।
সারা বছর  ছড়িয়ে থাকে
গ্রীষ্মকালের প্রভাব ।
জগৎ ভরা  মানুষ, শুধু
সুমানুষের  অভাব ।
ভালো লোকের নেই কদর
দুষ্টের অতি সম্মান ।
ন্যায়ের কথা বলতে গেলে,
জোটে শুধু অপমান ।
কে আপন আর কে যে পর,
বুঝে ওঠা খুব ভার ।
বেঁচে আছি লাশের মতন,
সজীবতা নেই  আর ।
বিশ্বের অপার সম্ভাবনা
থেকেও বাড়ে যন্ত্রণা ।
আজব যুগে কোথায় পাব
ভালো  থাকার মন্ত্রণা?


২২/০৯/২০২৩
টুটপাড়া , খুলনা