আজব শহর ঢাকা
--------------------------
-------নজরুল ইসলাম খান


আজব শহর ঢাকা ,
নেই কোথাও ফাঁকা ।
লোকে লোকে লোকারণ্য ,
যায় না তো পা রাখা ।
গাড়ির পরে গাড়ি,
চাকার পরে চাকা।
বিষাক্ত বাতাসে এর,
আকাশটাই ঢাকা ।
ইটের উপর ইট,
তলার উপর তলা।
জীবনে বাড়ে  তবু
অপরিসীম জ্বালা ।
ছুটছে মানুষ উদ্দেশ্য ,
শুধু বেঁচে থাকা ।
ধান্দা শুধু একটাই ,
উড়ছে কোথায় টাকা ।
জন্ম থেকে  এমনই ,
আজব শহর ঢাকা ।
তবু সবার প্রিয় সে ,
স্মৃতি দিয়ে মাখা।


১৩/০৮/২০২২