আক্ষেপ
-------------
----নজরুল ইসলাম খান


রমজান মাসে যারা রাখে না রোজা ,
কেমন মুসলিম তারা গিয়েছে বুঝা।
আজান শুনে যারা পড়েনা নামাজ ,
কেমন করে তারা মুসলমান সমাজ ?
কোনো সময়  যারা ধরেনা কুরআন ,
কেমনে রাখে তারা কুরআনের সম্মান ?
রোজা রেখে  যারা করে দুর্নীতি ,
তাদের কাছে  ধর্মের  আছে কোন নীতি ?
রোজার সুযোগে যারা মানুষ ঠকায়,
ইচ্ছে মতো পন্যের দাম দর হাকায়।
বেশি মুনাফা করতে কৌশল পাকায়,
তাদের দিকে আল্লাহ কী চোখে তাকায় ?
বড় ই আক্ষেপ হয় এত সব দেখে,
মানুষের মন কেমন যেতেছে বেঁকে ।
সকলকে দিক আল্লাহ ধর্মের সুমতি,
সমস্ত পাপ কাজের  ঘটে যাক ইতি।


২৪/০৩/২০২৩
পহলা রমজান