আকুলতা
---------------
-----নজরুল ইসলাম খান


তুমিতো  ভালো কবিতা লেখ,
অনেকেই বাহবা দেয় তোমার কবিতা পড়ে।
আমাকে নিয়ে একটি কবিতা লিখবে ?
রোমান্টিক কোনো কবিতা।
অযত্নে বেড়ে ওঠা এক পথ বালিকা আমি,
ঘাস ফুলের মতো সবাই মাড়িয়ে যায় আমাকে-
ফিরেও তাকায় না কেউ।
আমি ও কিন্তু সকালে পড়ে থাকা শিশির দেখি,
মুক্তার দানার মতো চক চক করে ।
পাখির কণ্ঠে গান শুনি,
নদীতে জলের ঢেউ দেখি,
বাঁশির সুর  আমার হৃদয়ে ও শিহরণ জাগায়।
গোলাপের গন্ধে আমার পরাণও আনচান  করে ।
মেয়েরা রাণীর মতো পোশাক পরে
হাত ধরাধরি  করে চলে যায়,
বাতাসে সুঘ্রাণ ছড়ায় ।
আমি শুধু  দেখি - আর দেখি।
আমাকে তো কোনো দিন ধরেনি কেউ  হাত,
কেশরাশিতে গুঁজে দেয়নি কোনো ফুল,
হয়তো কোনো  দিন  হবেও না তা!
অযত্নে বেড়ে বেড়ে একদিন শুকিয়ে যাবো।
তুমি কি আমাকে নিয়ে একটি কবিতা লিখবে ?
সেই কবিতার মধ্যে আমি বেঁচে থাকবো।


,