আলেম- ওলামা
-----------------------
----নজরুল ইসলাম খান


আলেম ওলামাগণ নায়েবে  রসুল,
লোকের মনে ফোটায় ঈমানের ফুল ।
সত্য - ন্যায়ের কথা বলতে মশগুল ,
পথভোলা মানুষের ভেঙে দেয় ভুল ।


নিঃস্বার্থ ভাবে করে দ্বীনের  আহবান ,
মানুষের কল্যাণের  থাকে  ধ্যান- জ্ঞান ।
সব স্বার্থ  ত্যাগ করে হয়  মহীয়ান ,
তাদের অবদানে   ইসলামী জাহান ।


আলেম ওলামাদের  কষ্টের এ দান,
দুষ্ট মানুষ কভু করে নাই সম্মান ।
বিনিময়ে দিয়েছে  আঘাত- অপমান ,
তবুও থাকে তারা মহা সত্যে অম্লান ।


আলেম ওলামাহীণ বর্জিত সমাজ,
ঘন তমশায় যেন নিমজ্জিত আজ।
তাদেরকে এড়িয়ে চলা গর্হিত কাজ,
আলেম ওলামার থাক শিরেতে  তাজ।


আলেম ওলামাগণ নায়েবে রসুল,
মানুষের মনে ফোটায় সত্যের ফুল ।


২১/০৪/২০২৩