অলীক ভালোবাসা
----------------
------নজরুল ইসলাম


আমায় বন্ধু তুমি অনেক ভালোবাস,
ভালোবাসার ফুল ফোঁটাতে  নিত্য দ্বারে আস।
আমার জন্য আনতে পার সাপের মাথার মণি ,
দিতে পার সাত রাজার ধন হিরে- মানিক- চুনি ।
আমায় নিয়ে ঘুরতে পার সাগর -মরু- গিরি ,
উড়তে পার আমায় নিয়ে সপ্ত আকাশ জুড়ি ।
আমার জন্য দিতে পার পাহাড় থেকে লাফ ,
হৃদয় চিরে দেখাতে পার প্রণয় পরিমাপ৷।
কিনতে পার আমার জন্য ময়ূর সিংহাসন ,
আমায় বিনা দিতে  পার জীবন বিসর্জন  ।
আমার জন্য করতে পার এই -সেই  কত---কী ,
নতুন নতুন বাহারি সব প্রতিশ্রুতি ।
কিন্তু, বন্ধু আমি যে চাই বাধতে  কুড়ে ঘর ,
বাস করতে চাই তোমায় নিয়ে শুধু জীবন ভর ।
ঘর বাধার কথায় তুমি এমন তেমন কর ,
ভালো বাসা বন্ধু তোমার এ কেমনতর ।
আমি করি তোমায় নিয়ে বেঁচে থাকার আশা  ,
তুমি বন্ধু দেখাও আমায় অলীক ভালোবাসা  ।


০২/১১/২০২১