আমাদের আছে
---------------------
-----নজরুল ইসলাম খান


আমাদের আছে ভাষা-আন্দোলন, একুশে ফেব্রুয়ারী ।
আমাদের আছে শহীদের রক্ত, কৃষ্ণচুড়ায় রঙ তারই।
আমাদের আছে ছয় দফা, ঊনসত্তরের গণঅভ্যুত্থান।
আমাদের আছে সাতই মার্চ,জনতার রেসকোর্স ময়দান।
আমাদের আছে উদ্দীপিত ভাষন, মুক্তিযুদ্ধের আহবান।
আমাদের আছে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।
আমাদের আছে ২৬ শে মার্চ, যুদ্ধে ঝাপিয়ে পড়া।
আমাদের আছে নয়মাসের সংগ্রাম, দীপ্ত সাহসে ভরা।
আমাদের আছে  ত্রিশ লক্ষ শহীদের অকাতরে প্রাণদান।
আমাদের আছে দুই লক্ষ মা-বোনের সম্ভ্রম প্রতিদান।
আমাদের আছে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস।
আমাদের আছে বিশ্ব দরবারে কীর্তিময় ইতিহাস।
আমাদের আছে জারী-সারি-ভাটিয়ালি ভাওয়াইয়া গান।
আমাদের আছে ষড়ঋতু, বিভিন্ন পার্বণের অনুষ্ঠান।
আমাদের আছে রবীন্দ্র-নজরুলের শাশ্বত গান-কবিতা।
আমাদের আছে সোনার বাংলা, বাংলাদেশের স্বাধীনতা ।


২২/১২/২০২২