আমাদের দেশ
---------------------
--নজরুল ইসলাম খান


আমাদের দেশটির নাম বাংলাদেশ ।
ভালো লাগে সকলের তার সব বেশ।
কখনো যে  চৈত্রের কাঠফাটা রোদ ।
কখনো বা একটানা বৃষ্টির আমোদ ।
আকাশেতে কখনো সাদা মেঘের ভেলা ।
মাঠে মাঠে কখনো বা ফসলের মেলা ।
কখনো বা চারদিক  কুয়াশায় ঢাকে ।
কখনো যে ঘুম ভাঙে কোকিলের ডাকে ।
তেরশত নদী বহে ধমনীর মতো।
ক্ষনে ক্ষনে পাল্টায় রূপ তার শত ।
বঙ্গোপসাগরের অববাহিকায় ।
ভরে আছে আমাদের দেশটি সোনায় ।
সবুজের রাণী হয়ে ডাক দিয়ে যায় ।
বাঙলার মানিকেরা আয় ছুটে আয় ।
গড়তে যে হবে দেশ মনের মতন ।
সকলের চেষ্টায়  করে  তা যতন ।


১৭/০৮/২০২৩
টুটপাড়া , খুলনা