আমাদের খুলনা
-----------------------
----নজরুল ইসলাম খান


এসো ভাই দেখে যাও আমাদের এ খুলনা।
চারিদিকে নদী তার এটি কিন্তু  ভুল না।
ভৈরব বয়ে চলে খুলনার কোল ঘেঁষে ।
রূপসা ও শিবসা যে প্রবাহিত তার শেষে   ।
দক্ষিণে অপরূপা রাণী সুন্দরবন ।
বিচিত্র রূপে তার জুড়ায় দু'চোখ - মন।
দল বেঁধে হরিণেরা দেখে যাবে তোমাদের ।
ডোরাকাটা বাঘ দেবে পরিচয় আমাদের ।
কুমিরের পিঠে চড়ে পার হবে নদী সব ।
পাখিদের ঝাঁক এসে জুড়ে দেবে কলরব ।
বানরের ভেঙচিতে কেটে যাবে অবসাদ ।
সাগরের ঢেউ দেখে মিটবে যে  সব সাধ ।
মৌমাছি মধু দিয়ে করবে  আপ্যায়ন।
এসো সবে করো যাও সুন্দরবন  ভ্রমণ ।


খরস্রোতা রূপসায় ঘোলা জল খেলা করে ।
খানজা'ন আলী সেতু  দুই পারে মিল করে।
ঘোলা জলে শখ করে গোসলটি সেরে যাও।
মনে হলে যেতে পারো বেয়ে দূরে ছোট  নাও ।
আছে  ষাট গম্বুজ মসজিদ পুব দিকে
বাগেরহাটে, নিমিষে ঘুরে যেও দীঘিটিকে ।
মনে করে দেখে যেও মোংলার পোর্টটি।
চেখে নিও সাথে সাথে চিংড়ির সুসাধটি ।
নারকেল সুপারির বাগানের বুক চিরে  
হেঁটে যেও পান খেয়ে লাল করে মুখটিরে।
আমাদের খুলনা যে আমাদেরই গর্ব ।
খুলনার ঐতিহ্য বেঁচে থাকুক সর্ব ।
আমাদের খুলনায় সকলকে স্বাগতম ।
চোখ ভরে দেখে যাও ঘুরে যাও প্রিয়তম।


০১/০৫/২০২৩