আমাদের সমৃদ্ধি হোক
------------------------------
-------নজরুল ইসলাম খান


আমরা লেখাপড়া শিখেছি মানুষ হবার আশায় ।
আমরা লেখাপড়া শিখেছি উন্নত জীবনের আশায়।
আমরা লেখাপড়া শিখেছি স্বাচ্ছন্দ্যের আশায় ।
আমরা লেখাপড়া শিখেছি ভালো থাকার আশায়।
আমাদের তবু সবার  চাকুরি নাই।
আমাদের খাবার  টাকা নাই।
আমাদের মাথা গোঁজার সংস্থান নাই ।
আমাদের ভালবাসার মানুষ নাই।
আমরা এক পদে হাজার জনে প্রতিযোগিতা করি।
আমরা কাজ না পেয়ে বেকার হয়ে পড়ি।
আমরা বিবেক বর্জিত হয়ে মারামারি করি।
আমরা যোগ্য হয়েও হতাশায় মরি।
আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা হোক।
আমাদের পকেটে টাকা হোক।
আমাদের  নতুন সংসার হোক।
আমাদের কাঙ্খিত সমৃদ্ধি হোক।


০৩/০১/২০২৩