আমার আছে দেশ
--------------------------
----নজরুল ইসলাম খান


যায়গা থাকুক না থাকুক,
আমার  আছে দেশ ।
ঘর থাকুক বা না থাকুক,
আমার  আছে বেশ।
শক্তি  থাকুক না থাকুক ,
আমার  আছে জোট ।
সুযোগ হোক বা না হোক ,
আমার  আছে ভোট ।
পাই বা না পাই পুরো ,
আমার  আছে  অধিকার ।
ভোগ করি বা না করি ,
আমার  আছে স্বাধিকার ।


প্রকাশ করি না করি,
আমার মুক্ত চিন্তা আছে ।
বলি বা না বলি,
আমার  মুখ খোলা আছে ।
সব কিছু থাক বা না থাক,
আমার নীল আকাশ আছে ।
আমার নীল আকাশে
মুক্ত বিহঙ্গ আছে ।
সবচেয়ে গর্বিত আমি ,
আমার স্বাধীনতা আছে,
আমি অধিক ঋণী যে,
আমার এই দেশের কাছে ।


০৭/০৯/২০২২