আমার ছেলে
--------------------
-------নজরুল ইসলাম খান


আমার ছেলে এমন হিরো মাস্টার ফাস্টার  মানেনা ।
আমার ছেলে ছাত্র নেতা কে বলো তা জানেনা?
পড়া লেখা আমার ছেলের এত বেশি লাগে না ।
আমার  ছেলের গুরভক্তি তেমন বেশি জাগেনা ।


আমার ছেলের উপরে হাত, কাউকে  ভয় করেনা  ।
মাস্টার  সব ভয়ে  মরে আমার ছেলে ডরেনা ।
না পড়েও আমার ছেলের পরীক্ষায় পাশ থামেনা ।
আমার ছেলের রাগ বাড়লে  সহজে তা নামেনা ।


আমার ছেলে শাসন করতে কেন যাও মাস্টার ?
আমার ছেলে পড়ে লিখে  ঘষবে না তো ডাস্টার ।
আমার ছেলে বড় হলে হবে দেশের কর্ণধার ।
তোমার মতন মাস্টারেরা ঘুরবে পিছু পিছু তার ।


আমার ছেলে মাস্টার মেরে পাকিয়েছে হাতখানা ।
জুতার মালায় মাস্টারেরা হারিয়েছে জাতখানা ।
জ্ঞানী গুণী বুদ্ধরা সব চেয়ে দেখ ভাবখানা ।
আমার ছেলের এমন কাজে খুশিতে সব আটখানা ।


৩০/০৬/২০২২