আমার মা
-----------------
----------নজরুল ইসলাম খান


আমার মায়ের মতন মা নেই আর ।
হৃদয় উজাড় করা ভালবাসা তার ।
কখন কেমন থাকি মা রাখে খোঁজ ।
যা খেতে ভালবাসি তাই রাঁধে  রোজ।
আমায় খাওয়ায়ে মার পরম তৃপ্তি ।
মায়ের মুখে থাকে খুশীর  দীপ্তি ।
আমার হাসি দেখলে মার মুখে হাসি ।
আমি কাঁদলে মার দুঃখ রাশি রাশি ।
আমি ভালো থাকলে মা থাকে ভালো ।
আমার অসুখে মার মুখখানি কালো ।
আমার জন্য যেন মা বেঁচে থাকে।
সারাক্ষণ মা আমায় আগলে রাখে ।
আমার মাকে আমি বড় ভালবাসি ।
সারাজীবন মায়ের মুখে থাকে যেন হাসি।


১০/০৬/২০২২