আমার ছড়া
----------------------------
-------নজরুল ইসলাম খান


আমার সোনা, হাতে গোনা,
যায় না দুটি পাওয়া।
লক্ষ  মানিক -মুক্তা রেখে,
তাকেই শুধু চাওয়া ।
একটি, দুইটি, তিনটি মিলে ,
ছয়টি পরীর মেলা ।
সোনামনির শিয়রেতে,
করছে এসে খেলা।
সোফা নেই, পালঙ্ক নেই,
বসতে দিব কিসে?
পিঠ পেতেছে বিড়াল ছানা,
গায়ে গায়ে মিশে ।
ভাঙা ঘরের ফোকর গলে,
জোছনা পড়ছে ঝরে ।
চাঁদের আলোয় সোনামণি ,
উঠছে ঝলমল করে।


১৯/০৭/২০২২