আমার তবে কোন জনা
--------------------------------
--------নজরুল ইসলাম খান


যার সাথে বাস করি,  
যারে নিয়ে ঘুরি ফিরি,
যার জন্য সব করি,
সে নাকি আমার না ।
ওরে মনা!
আমার তবে কোন জনা?


যারে আমার সব দিলাম ,
অন্যেরটাও ভোগ করালাম ,
এত করে যত্ন করলাম,
সে আমার আপন না।
ওরে মনা!
আমার তবে  কোন জনা?


তারে ছেড়ে কোথায় আবার
বাঁধব নতুন বাসা,
কারে আবার নিজের করতে
করব নতুন আশা।
পরের  জন্য তবে কেন
বৃথা মাজা- ঘষা?
কার তবে এ দেহখানা?
ওরে মনা!
আমার তবে কোন জনা?


২২/০৮/২০২২