আমি বাঙালী
-------------------+
------নজরুল ইসলাম খান


আমি বাঙালী,
বাংলায় কথা বলি।
বাংলা আমার জন্ম ভূমি ,
আমি বাংলায় পথ চলি।
বাংলার রূপ দেখে,  বারবার
বিমোহিত হয়ে যাই ।
আমি বাংলা ছাড়া বিশ্ব ভূবনে
আর কিছু  না চাই।
তোমাদের যেখানে সাধ যাও চলে ,
আমি বাংলায় থেকে যাব।
বাংলার বুকে ঘুরে ঘুরে আমি
সারা জীবন কাটাবো।
আমার পূর্ব পুরুষ আলাওল থেকে ,
বাংলা পেয়েছি জন্ম সূত্রে ।
বাংলার সাথে সম্পর্ক আমার
যেমন পিতা পুত্রে।
পুষ্ট হয়েছি চিরকাল আমি ,
রবীন্দ্রনাথ - নজরুলের কবিতা ও গানে।
হাছন রাজা - লালন সাই সহ
হাজার বাউল,  দোলা দেয় আমার প্রাণে।
বাংলা এসেছে আমার আদি পুরুষ থেকে ।
বাংলাকে জেনেছি হাজার বছরের ইতিহাস দেখে।
এ বাংলা তো তিতুমীরের, সূর্য সেনের ।
এ বাংলা তো মওলানা ভাসানীর, শেখ মুজিবের।
এ বাংলা তো মুক্তিযোদ্ধা বাঙালী বীরের ।
এ বাংলা তো সালাম- বরকত সহ ত্রিশ লক্ষ শহীদের ।
এ বাংলা তো ধান -পান চাষ করা কৃষকের।
এ বাংলা তো আমার  -তোমার  -আমজনতা সকলের ।
আমি বাঙালী, বাঁচতে জানি, মরতে যেমন জানি।
বাংলা আমার একমাত্র ঠিকানা সর্বান্তকরণে মানি।
বাংলা আমার জন্ম ভূমি, বাংলা আমার দেশ।
বাংলাকে বুকে নিয়ে  বাঁচতে চাই পরিশেষ।


২১/০৩/২০২২