আমি ভুলে যাই
----------------------
---নজরুল ইসলাম খান


আমি ভুলে যাই কখন কী করতে হয় ।
আমি ভুলে যাই  কোথায় কী চাইতে হয় ।
যে আমাকে ঘৃণা দেয়,
তাকে আমি ফুল দিই ভুল করে ।
যে আমাকে ভালোবাসে,
তাকেই ঘৃণা করি অজান্তে ।


যে আমাকে আঁকড়ে থাকতে চায়,
তাকে ছাড়িয়ে দিই ইচ্ছে করে।
যে আমাকে দূরে রাখে অবহেলায় ,
তাকে জড়িয়ে ধরি আবেগে বাহুডোরে ।


যে আমার সবচেয়ে অধিক বিশ্বস্ত,
তাকে অবিশ্বাস করি চরমভাবে ।
যে আমার বিশ্বাসের দেওয়াল গুড়িয়ে দিয়েছে,
হৃদপিণ্ড জোড়া দিতে তাকেই দায়িত্ব দিই অবলীলায় ।


আমি মেঘলা আকাশে রোদের উত্তাপ খুঁজি
কাপড় শুকাতে।
মরুভূমিতে তাপে পুড়ে যাওয়া শরীর শীতল করতে
ছায়া চাই দগদগে সূর্যের কাছে।


আমি ভুলে যাই কোন পাত্রে ঘি ঢালতে হয় ।
আমি ভুলে যাই কোথায় ঘৃণা দিতে হয় ।
আমি ভুলে যাই,
নিদারুণ ভুলে যাই নিজের অবস্থানকে ।


১৮/১০;২০২৩
টুটপাড়া , খুলনা