আমরা সবাই স্বার্থপর
-------------------------------
------নজরুল ইসলাম খান


গোলাপকে সবাই ভালবাসে,  ফুলদানিতে সাজিয়ে রাখে।
জঠর চিরে ফুল বের করা গাছের কেউ করে  না কদর ।  শুকিয়ে যায় অযত্নে অবহেলায় ।
মধু খেতে  সবাই পছন্দ করে, আহ্লাদিত হয়।
গলা উগরে মধু বের করা মধুপ কে সবাই পুড়িয়ে মারে।
এতটুকু কৃতজ্ঞতা করে  না প্রকাশ ।
দুধ সবার প্রিয় খাদ্য, পুষ্টি গুণে ভরপুর ।
শরীর নিংড়ে দুধ দেওয়া গাভী কারো  হয়না আপন ।
দুধ শেষে  কষাইয়ের কাছে বিক্রি করে দিতে
দ্বিধা  করে না মোটেও ।
ফসল খেয়ে সবার জীবন বাঁচে, সুগঠিত হয়।
বুক চিরে ফসল দানকারী জমি ফসল শেষে পড়ে থাকে অনাদরে।
ফসল উৎপাদনকারী চাষিরও কেউ করে না মূল্যায়ণ ।
কবিতা আওড়াতে সবার ভালো লাগে, আবেগতাড়িত হয়।
হৃদয় নিংড়ে কবিতা প্রকাশ  করে যে কবি,
তার সুখদুঃখ কেউ দেখে না , দুঃসময়ে দেয় না সান্ত্বনা।


আমরা শুধু পেতেই আগ্রহী ।
দাতাকে সামান্য দিতেও  লাগে আমাদের  মহা কষ্ট ।
আমরা সবাইকে ব্যবহার করি প্রয়োজনে,
আবার ছুড়েও ফেলি তাড়াতাড়ি ।
ভালবাসি না কাউকে ,
আমরা সবাই স্বার্থপর ।
আমদের মনোভাব স্বার্থপরী।


২৬/১২/২০২২