বিকৃত হয়ে গেছে আমাদের বিবেক।
খারাপ কিছু এখন আর চোখে পড়েনা।
সে হোক বুদ্ধিজীবি, রাজনীতিবিদ  কিংবা ধর্মীয় নেতা,
ভালকে ভাল বলতে ভুলে গেছি আমরা ।
মন্দকেও মন্দ বলতে সাহস হয়না ।
আমরা ভিতরে ভিতরে নষ্ট হয়ে গেছি,
আমরা শেষ হয়ে গেছি ।
আমাদের ছাত্ররা আজ শিক্ষককে মেরে লাশ করে ।
আমাদের শুধীজনেরা আজ রাজনীতি করে ।
কারোর না কারো পক্ষ নেয়,
সত্য কথা বলতে সাহস পায়না ।
আমাদের রাজনীতিবিদরা আজ ব্যবসা করে,
ব্যবসায়ীরা রাজনীতি করে ।
আমাদের অভিভাবকরা শিক্ষকের উপর ভরসা পায়না,
কোচিং সেন্টার কিংবা গৃহ শিক্ষক খোঁজে ।
রোগীরা ডাক্তারের উপর আস্থা রাখতে পারেনা।
ধনী রোগীরা তাই বিদেশে ছোটে,
গরীবেরা যন্ত্রণায় মরে ।
স্বাধীনতার চেতনা থেকে আমরা অনেকদূর সরে গিয়েছি,
নৈতিকতা বোধ আমাদের অনেকটা ক্ষয়ে গেছে ।  
আমাদের আদর্শের মানুষ গুলোকে
আমরা হয়তো আর পাবোনা।
আমাদের বাতিঘর গুলো নষ্ট হয়ে গেছে ,
আমাদের বিবেক বিকৃত হয়ে গেছে,
অথবা বিক্রি হয়ে গেছ।
আমরা শেষ হয় গেছি ।