অনিয়ম
-------------
----নজরুল ইসলাম খান


ঘরে বাইরে এই দুনিয়ায় যত দেখি যা অনিয়ম।
ভাঙতে গেলে সব কিছু সামনে এসে দাঁড়াবে যম ।
অনিয়মই নিয়ম এখন চলছে বহাল তবিয়তে ।
সবাই যেন মেতে উঠছে নিয়ম ভাঙার মহড়াতে ।
দেখে শুনে চুপ থাকি ঘুম আসেনা কষ্টে বিষম ।
বলতে গেলে সরাসরি  পিঠে পড়ে মার ধমাধম ।
দু"চার কথা লিখতে যেযেও ভয়ে থাকি দিনে রাতে ।
কখন এসে মামারা সব হাত কড়া পরায় হাতে ।
তারচেয়ে  ভালো হয় ঘুমিয়ে থাকা ওষুধ খেয়ে ।
লাগবে না আর মনে কষ্ট যতই বিপদ আসুক ধেয়ে ।
জাগব যখন পিঠের তলের বিছান পত্র যাবে সরে ।
তা না হলে লাভ কী হবে জেগে থেকে ভং ধরে?


০৩/০৬/২০২২