অনিয়মের ছড়া
----------------------
---নজরুল ইসলাম খান


দেখেশুনে চারিপাশের
অনিয়ম যতো !
মনে মনে বাড়ে শুধু
সুগভীর ক্ষত ।
ঘৃণা,ক্ষোভ ও লাজে ভাবি
বিক্ষিপ্ত  মনে ।
ভালো ছিল এর চেয়েও
বাস করা বনে ।
কথা বললে ত্রুটি বাড়ে,
মুখে তাই তালা ।
সকল কিছু শুনার পরও
হয়ে যাই কালা ।
মার খেয়েও অবলীলায়
মার করি চুরি ।
সত্যকে চাপাতে দেখি
মিথ্যার ফুলঝুরি ।
ঘটনা সব দেখার পরও
হতে হয় অন্ধ ।
তবে কি হবে না কভু
অনিয়ম বন্ধ ।


০৭/১২/২০২৩
টুটপাড়া , খুলনা