অন্যরকম তৃষ্ণা
----------------------
----নজরুল ইসলাম খান


রৌদ্র উঠলে রোদ ভালো নয়,  
বৃষ্টি এলে বৃষ্টি ।
টক খাবার পর টক ভালো  না,
মিষ্টি খেলে মিষ্টি ।
ধন পেলেও  চাহিদা রয় ,
গরীবী নয় মোটে ।
দূরের নাগাল পেয়ে আবার ,
মন অজানায় ছোটে ।
আলোয় থাকলে আঁধার খুঁজি ,
আঁধার থাকলে আলো ।
ফর্সা পেয়েও মন ভরে না,
চাই যে আবার কালো ।
কাঙ্ক্ষিত মানিক  পেয়েও,
মন খোঁজে ফের অন্য ।
সভ্যতার এই লেবাস পরে
হয়ে উঠি বন্য ।
একটি পেলে ভিন্নটি চাই,
পেয়ে রই না খুশি ।
বুকের  মধ্যে  কী ধরনের  
তৃষ্ণা আমি  পুষি ।


০৫/০৭/২০২৩